Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া একটি ঝুঁকিপূর্ণ নিম্ন চরাঞ্চল। যা উপজেলা হতে ৬ কি:মি: দূরে অবস্থিত। সাতপোয়া ইউনিয়নের উত্তরে মাদারগঞ্জ উপজেলা, দক্ষিণ-পশ্চিম কোনে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা, উত্তর -পশ্চিম কোনে বগুড়া সারিয়াকান্দি উপজেলা,  পূর্বে সরিষাবাড়ী পৌরসভা অবস্থিত। তবে আর্শ্চায্য জনক একটি বিষয় পরিলক্ষিত যে, বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দহগ্রাম একটি ইউনিয়ন রয়েছে সেখানে যেতে হলে ভারতের তিন বিঘা করিডোর পেরিয়ে যেতে হয় । তেমনি এই সাতপোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেয়ারকৃষ্ণাই একটি গ্রাম যা সরিষাবাড়ী পৌরসভার পূর্ব প্রান্তে অবস্থিত  অর্থাৎ সাতপোয়া ইউনিয়ন থেকে বের হয়ে পৌরসভা পেরিয়ে যেতে হয়। কিভাবে  এ এলাকা বন্টন হয়েছে বুঝা মুসকিল । এই গ্রাম প্রায় ২০০ পরিবারের বসবাস।  বলা যায় তারা সাতপোয়া ইউনিয়ন এবং পৌরসভার প্রায় নজরের বাহিরে। এই ইউনিয়নে নদী আছে নাব্যতা নাই । বর্ষা মেীসুমেও এর স্রোত থাকে না।